চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল বুধবার তাঁরা চমেককে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর-প্রক্রিয়া বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। পরিষদের সভানেত্রী রোমেনা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব রতন আলী মিয়া, যুগ্ম সম্পাদক রুখমা চৌধুরী,...

